শিয়ালদহ শাখার মেইন লাইনের যাত্রীরা শনিবার সকাল থেকেই বেজায় ভোগান্তির মুখে৷ নৈহাটি কল্যাণী লাইনের কিছু অংশের কাজের জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এর জেরে দেরিতেও চলছে কিছু ট্রেন। শুক্রবার রাতেও অধিকাংশ ট্রেন প্রায় দেড় ঘণ্টা দেরিতে চলেছে, বলে খবর। তবে রেলের তরফে আগেই এই ট্রেন বাতিলের কথা জানানো হয়েছিল।
Weather Update: বসন্তেই বাংলায় আছড়ে পড়তে পারে কালবৈশাখী, আবহাওয়ার বড় বদলের সম্ভাবনা
প্রতিটি স্টেশনে অনেক সময় দাঁড়িয়ে রয়েছে ট্রেন। সংশয় সপ্তাহের অন্যান্য দিন অফিস কাছাড়ির সময় এই দুর্ভোগ হলে বেজায় বিপাকে পড়বেন নিত্যযাত্রীরা। ট্রেন চলাচলে এত সমস্যা আসায় স্টেশনে স্টেশনে বাড়ছে ভিড়৷ সবমিলিয়ে শিয়ালদহ মেইনলাইনের কৃষ্ণনগর, লালগোলা লাইনের কম বেশি সব যাত্রীরাই দুর্ভোগের শিকার৷