ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যেই একাধিক এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। এবার যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে হাওড়া থেকে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। এমনকি শিয়ালদহ ডিভিশনের বেশ কিছু শাখায় রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল।
রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে লক্ষ্মীকান্তপুর, বজবজ, ক্যানিং, ডায়মন্ড-হারবারে লাইনের লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। রবি এবং সোমবারের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। একইসঙ্গে সোমবার সকালে আবার বেশ কিছু ট্রেন সময়ও বদলাচ্ছে।
আরও পড়ুন - ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল', উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করে মাইকিং প্রশাসনের
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার মাঝরাতে বাংলা এবং বাংলাদেশের উপর আছড়ে পড়ার কথা এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩৫কিমি। ট্রেনের পাশাপাশি বিমান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।