সপ্তাহের তৃতীয় কর্মব্যস্ত দিনে ফের যাত্রী দুর্ভোগ। ব্যহত পূর্ব রেলের হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, সকাল ৬.২০ নাগাদ ডাউন কাটিহার এক্সপ্রেস হাওড়া স্টেশনে আসার সময় স্টেশনের কাছে ঝিল সাইডিংয় অর্থাৎ টিকিয়াপাড়া কারশেডের সিগন্যাল ফেলিওর হয়। তবে, কিছুক্ষণের চেষ্টায় ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
বুধবার সকালে সিগন্যাল ফেলিওরের কারণে ১ নম্বর থেকে ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা এবং বেরানো বন্ধ হয়ে যায়। এক- দেড় ঘণ্টার চেষ্টায় ফের ট্রেন চলাচল শুরু হয়। তবে, একাধিক ট্রেন বাতিল থাকার কারণে চরম দুর্ভোগের মুখে পড়েন নিত্যযাত্রীরা।
আরও পড়ুন - নারদ কাণ্ড নিয়ে ফের সক্রিয় CBI, নিজাম প্যালেসে তলব ম্যাথু স্যামুয়েলকে
জানা গিয়েছে, এই কারণে ব্যান্ডেল থেকে হাওড়াগামী সব লোকাল সকাল থেকে বন্ধ রয়েছে। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস প্রায় ঘন্টা খানেক দেরিতে হাওড়া থেকে ব্যান্ডেলে ঢুকেছে। ডাউনে বর্ধমান লোকালও অনিয়মিত থাকায় দুর্ভোগে নিত্য যাত্রীরা।