মেরামতির জন্য দ্বিতীয় হুগলি সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলে ফের রাশ টানা হল। আগামী কয়েক মাস অন্য রুট দিয়ে পণ্যবাহী যান চলাচল করানো হবে। প্রথম দফায় হাওড়াগামী এবং দ্বিতীয় দফায় কলকাতাগামী লেন বন্ধ থাকবে।
পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ১০টা থেকে দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ দিয়ে পাস করানো হবে পণ্যবাহী গাড়িগুলিকে। অন্যান্য গাড়ি আগের মতোই যাতায়াত করতে পারবে।
ডিএল খানের দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়ি হসপিটাল রোডের দিকে ঘুরে ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু দিয়ে যাবে। এক্সাইড ক্রসিং হয়ে দ্বিতীয় হুগলি ব্রিজের দিকে যাওয়া গাড়ি রুট বদলে জেএল নেহরু রোড ধরে শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে নিবেদিতা সেতু দিয়ে এগিয়ে যাবে।