শান্তিনিকেতন (Santiniketan) মানেই রবীন্দ্রনাথ, খোয়াই । সোনাঝুরি হাট পর্যটকদের অন্যতম আকর্ষণ । কিন্তু, এখন শান্তিনিকেতনে নতুন 'গন্তব্য' খুঁজে পেয়েছেন পর্যটকরা । দিন কয়েক ধরে খবরের শিরোনামে রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়ি 'অপা' (Arpita Mukherjee's House in Santiniketan) । এখন সেই বাড়ি দেখতেই সেখানে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।
কেউ কলকাতা থেকে শান্তিনিকেতন ঘুরতে এসেছেন, তো কেউ বাংলার অন্য কোনও প্রান্ত থেকে । তাঁদের কেউ বলছেন, 'সংবাদমাধ্যমে ‘অপা’ নামে বাড়িটার খবর পেয়ে তা দেখতে এসেছি ।' আবার কেউ বলছেন, টাকার পাহাড় স্বচক্ষে দেখেননি, তাই বাড়িটা নিজের চোখে দেখে গেলেন ।
প্রসঙ্গত, শনিবারই জানা গিয়েছে, শান্তিনিকেতনের এই 'অপা' ফলকওয়ালা বাড়ির মালিক একা অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় নন। বাড়ির দলিল দেখে একথা জানিয়েছেন বোলপুরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। অনেকেই দাবি করেছিলেন, অর্পিতা এবং পার্থের নামের আদ্যক্ষর জুড়ে নামকরণ করা হয় এই বাড়ির।
এদিন, বোলপুরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক সঞ্জয় রায় বাড়ির দলিলের খতিয়ান দেখে বলেন, ‘‘শ্যামবাটি মৌজায় ১৯২৯ খতিয়ানটি অর্পিতা মুখোপাধ্যায়, মাতা মিনতি মুখোপাধ্যায়ের নামে রেকর্ড রয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে ওই বাড়ির জমির খতিয়ান তৈরি হয়েছিল।’’ সঞ্জয়ের কথা থেকে স্পষ্ট, ওই নথিতে পার্থের নাম নেই। জানা গিয়েছে, প্রান্তিকের ফুলডাঙায় ১০ কাঠার বেশি জমিতে তৈরি ‘অপা’ নামের এই সুদৃশ্য বাড়িটি। স্থানীয়েরা জানিয়েছেন, অর্পিতা মুখোপাধ্যায়কে প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতে দেখা যেত। তবে পার্থকে কেউ কখনও দেখেননি।