শুরু হয়ে গেল উৎসবের মরশুম৷ আজ বিশ্বকর্মা পুজো। প্রতি বছর কন্যা সংক্রান্তি অর্থাৎ সূর্য যেদিন কন্যা রাশিতে প্রবেশ করে সেই তিথিতে বিশ্বকর্মা পুজো করা হয়। বিশ্বকর্মা পুজোর সঙ্গে ঘুড়ির সম্পর্ক অবিচ্ছেদ্য। এই দিনে আকাশ জুড়ে থাকে রংবেরঙের অজস্র ঘুড়ি।
বিশ্বকর্মাকে মনে করা হয় সৃষ্টির প্রথম বাস্তুকার। ভগবান
ব্রহ্মার সপ্তম পুত্র। ব্রহ্মা যখন মহাবিশ্ব সৃষ্টি করেন, তখন এই পৃথিবীকে সাজিয়ে গুছিয়ে তোলার দায়িত্ব ভগবান বিশ্বকর্মাকে দেওয়া হয়েছিল।
বিশ্বকর্মা পুজোর দিন সমস্ত কলকারখানায় তাঁর আরাধনা করা হয়। বাঙালি সমাজে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর চল রয়েছে। তবে এবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন। তাই ঘুড়িপ্রেমীরা হতাশ হতেও পারেন।