কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার রেড রোডে ধর্ণা দিচ্ছেন মমতা। আজ ধর্নার দ্বিতীয় দিন। ধর্নামঞ্চে রাতভর মমতার সঙ্গে ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেত্রী দোলা সেন৷ তার আগে মধ্যরাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবার দুপুর থেকে ধর্ণায় বসেছেন মমতা।
পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল। রাজ্যের বঞ্চনার প্রতিবাদেই ধর্না দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ধর্নামঞ্চের পাশেই রয়েছে অস্থায়ী সিএমও৷ বুধবার আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ধর্না শুরু করেন মমতা।
ধর্নামঞ্চ থেকে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা। পাশাপাশি, ডিএ আন্দোলনকারীদেরও আক্রমণ করেছেন তিনি। মমতাকে পাল্টা বিঁধেছেন বিজেপি ও বাম নেতারা।