২০০৮ সালে শেষবার ব্রিগেড সমাবেশ করেছিল ডিওয়াইএফআই। ১৬ বছর পর ব্রিগেড সমাবেশ বাম যুব সংগঠনের। জানা গিয়েছে, এদিন উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদের কর্মী সমর্থকরা শিয়ালদহ থেকে ব্রিগেডের উদ্দেশে আসবেন। হাওড়া স্টেশন থেকে আসবে বর্ধমান ও মেদিনীপুরের কর্মী-সমর্থকরা।
এই ব্রিগেডে মূল মুখ মীনাক্ষী মুখোপাধ্যায় হলেও বক্তা হিসেবে থাকবেন মহম্মদ সেলিম, আভাস রায় চৌধুরী, কলদান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সাহারা। ইতিমধ্যেই রবিবার ব্রিগেডের জন্য থিম সং প্রকাশ করেছে বামেরা। শনিবার ময়দানে প্রস্তুতি দেখতে আসেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রবিবার সমাবেশ থেকেই 'ছন্দে ফিরবে' বাংলার রাজনীতি, এমনই আশা করছেন তিনি। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন মীনাক্ষি মুখোপাধ্যায়ও।