কার দখলে থাকবে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA Election 2022)। বুধবার ফলঘোষণা জিটিএ নির্বাচনের। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়ার ছটি পুরওয়ার্ডে উপনির্বাচনের গণনাও হবে। শিলিগুড়ি মহকুমা পরিষদেরও গণনা হবে আজ।
GTA নির্বাচনে বুধবার সকাল থেকে গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হয়েছে। চলছে নজরদারি। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ের ৪৫টি কেন্দ্রের গণনা হবে। দার্জিলিংয়ে ১-১৭টি আসনের ভোট গণনা হবে। কার্শিয়ংয়ে ১৮-৩২ ও কালিম্পংয়ে ৩৩-৪৫টি আসনের গণনা হবে।
আরও পড়ুন: চলতি বছরে নেট পরীক্ষার দিন জানিয়ে দিল UGC, কবে কবে পরীক্ষা, জেনে নিন
এদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদে ২২টি গ্রাম পঞ্চায়েতে মোট ৪৬২টি আসন আছে। চারটি গ্রাম সমিতির আসন সংখ্যা ৬৬। মহকুমা পরিষদে ৯টি আসন আছে। মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি, চার ব্লকে গণনা হবে। গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় মজুত করা হয়েছে।