কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইকে উদ্দেশ্য করে ব্যবহার করা হচ্ছে। এর প্রতিবাদে মিছিল করল রাণাঘাট তৃণমূল ছাত্র পরিষদ। কল্যাণী আইআইটি মোড় থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। মিছিলে ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ছিলেন নদিয়া-রাণাঘাটের জেলা সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ও।
অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সরাসরি দল কিছু না বললেও শুক্র ও শনিবার রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। তারই অংশ হিসেবে তৃণমূল ছাত্র পরিষদের এই কর্মসূচি।
আরও পড়ুন: সিবিআই হেফাজতে কেমন কাটল অনুব্রত মণ্ডলের প্রথম রাত! আজই জেরা করতে পারেন আধিকারিকরা
রাজনৈতিক প্রতিহিংসায় কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করার অভিযোগ তুলছে তৃণমূল। জাতীয় স্তরেও একই ভাবে এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। দেশজুড়ে বিরোধী নেতাদের বাড়িতে হানা দিয়েছে ইডি ও সিবিআই। অনুব্রত মণ্ডলের আগে শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কেও।