প্রার্থীতালিকা নিয়ে তৃণমূলের(TMC) অন্দরে ক্ষোভ মিটছে না। এবার প্রার্থীতালিকা ‘না পসন্দ’ হতেই খড়দহে রাস্তা অবরোধ(Road Blockage) তৃণমূল(TMC) কর্মীদের। ৫টি ওয়ার্ডের প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে বলে দাবি তৃণমূল(TMC) কর্মীদের।
তৃণমূলের(TMC) প্রার্থীতালিকা(Candidate List) ঘোষণার পর কর্মীরা প্রচারের কাজে ঝাঁপায়। কিন্তু অভিযোগ, মূল তালিকা প্রকাশ পাওয়ার পরও একাধিকবার চলে প্রার্থী বদলের কাজ। এরপরই তৃণমূল(TMC) কর্মীরা দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তাঁদের কথায়, দলের(TMC) কেন নিজস্ব কোনও স্ট্যান্ড পয়েন্ট থাকবে না। কেন বারবার পরিবর্তন করা হবে প্রার্থী তালিকা, প্রশ্ন তুলেছেন খড়দহের(Khardaha) তৃণমূল কর্মীরা। সপ্তাহের প্রথমদিনেই এই অবরোধে(Road Blockage) বেশ কিছুক্ষণ স্তব্ধ হয় যান চলাচল।
মিনিট পনেরো অবরোধ চলার পর শেষপর্যন্ত পুলিশের(Police) হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের(TMC) তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।