সোমবার গভীররাতে ফের গুলি চলল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেখান থেকে বেরিয়ে যেতেই উত্তপ্ত হয় পরিস্থিতি। ঘটনায় শাসক দলের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। BJP-র বিরুদ্ধে অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
জানা গিয়েছে, সোমবার রাতে বাড়ির কাছে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা দুলাল মণ্ডল এবং খগেন খুটিয়া নামে দলেরই এক কর্মী। অভিযোগ, সেসময় দুলালকে লক্ষ্য করে গুলি চালানো হলেও অল্পের জন্য বেঁচে যান তিনি। কিন্তু খগেনের পায়ে গুলি লাগে। ঘটনার পরেই চম্পট দেয় অভিযুক্তরা। তারা সকলেই বিজেপি আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ।
দুলালবাবুর দাবি, যারা গুলি চালিয়েছে তাদের মধ্যে পাঁচজনকে চিনতে পেরেছেন তিনি। বাকিদের মুখ গামছা দিয়ে বাঁধা থাকায় চিহ্নিত করতে পারেনননি তিনি। যে পাঁচজনকে চিহ্নিত করা গেছে তাদের নাম- প্রদীপ সরকার, অনির্বাণ করণ, মিঠুন গায়েন, উৎপল দত্ত এবং সুব্রত গায়েন।