দিল্লিতে তৃণমূলকে হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নেমেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবন অভিযানে সামিল হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। কিন্তু রাজ্যপালহীন রাজভবনে দাঁড়িয়েই হুঙ্কার দিলেন অভিষেক। জানিয়ে দিলেন, রাজ্যপাল কলকাতায় ফিরে দেখা না করা পর্যন্ত ধর্নামঞ্চ ছেড়ে উঠবে না তৃণমূল। এমনকি রাতও কাটাবেন রাজভবনেই। তবে যাঁরা দূরদূরান্ত থেকে এসেছেন তাঁদের ফিরে যেতে বলেছেন অভিষেক।
বৃহস্পতিবার অভিষেকের নেতৃত্বে এক্সাইড থেকে মিছিল শুরু করে তৃণমূল । সেই মিছিল জওহরলাল নেহরু রোড হয়ে রাজভবনের গেটে পৌঁছয় । মিছিলের লাইভ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে ।