প্রকাশ্যে নির্বাচনী বন্ডের তথ্য। ২০১৯ সালের এপ্রিল মাস থেকে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত এই বন্ডের মাধ্যমে সর্বাধিক অর্থ পেয়েছে বিজেপি। দেশের মধ্যে দুই নম্বরে আছে তৃণমূল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী ১৬০৯ কোটি ৫০ লক্ষ টাকা এসেছে তৃণমূল কংগ্রেসের ঘরে। বিধানসভা জয়ের পর নির্বাচনী বন্ডের পরিমাণ অনেকটাই বাড়ে তৃণমূলের।
জানা গিয়েছে, কোভিডের সময় ২০২০-২০২১ সালে ৪৩ কোটি ৪০ লক্ষ টাকা বন্ডের মাধ্যমে পেয়েছে তৃণমূল। ২০২১, বিধানসভা নির্বাচনের আগে ৫৫ কোটি ৪৪ লক্ষ টাকা ঘরে আসে তৃণমূল কংগ্রেসের। ২ মে, ২০২১, বিধানসভার ফল ঘোষণা হয়। সেই সময় ৩৩৭টি বন্ড পায় দল। যার মূল্য ছিল ১০৭ কোটি ৫৬ লক্ষ টাকা। সেই বছর অক্টোবরেই ১৪১ কোটি ৯২ লক্ষ ও ২২৪ কোটি টাকারও বন্ডও পায় তৃণমূল কংগ্রেস।