আজ বৃহস্পতিবার তৃণমূলের ‘বিশেষ অধিবেশন’ নেতাজি ইন্ডোরে। দলের প্রতি সুপ্রিমোর বার্তার দিকেই তাকিয়ে তৃণমূল।
আজকের বৈঠক নানা দিক থেকেই বিশেষ গুরুত্বপূর্ণ। নজরুল মঞ্চের সভায় মমতা দলের পুরনো নেতাদের প্রতি আস্থা ব্যক্ত করেছিলেন। অন্যদিকে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নতুন তৃণমূল’ গড়ার ঘোষণা। সেক্ষেত্রে মমতা নতুন ও পুরনোর মধ্যে ‘ভারসাম্য’ রক্ষার কোনও সূত্র দেন কি না, সেই নিয়েও দলের অন্দরে বিস্তর আলোচনা চলছে। মমতার পাশাপাশি অভিষেকও এ দিনের বক্তা হিসাবে রয়েছেন।
Baguiati students murder: বাগুইআটিকাণ্ডে ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী শিক্ষা দুর্নীতি-গরু পাচারকাণ্ডে এখন জেলে। সম্প্রতি অভিষেকের মুখে একাধিকবার শোনা গিয়েছে দুর্নীতিমুক্ত দল গড়ার কথা। অন্যদিকে অনুব্রতর পাশেই দাঁড়িয়েছেন মমতা। এই ঘটনাবহুল সময়ে দাঁড়িয়ে আজকের নেতাজি ইন্ডোরের অধিবেশন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এ দিনের বৈঠকে পঞ্চায়েত স্তর পর্যন্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে। অভিষেক এখন নিয়মিত দলকে ‘দুর্নীতিমুক্ত’ রাখার উপরে জোর দেন। আগামী পঞ্চায়েত নির্বাচনও ‘স্বচ্ছ ভাবে’ করতে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে তৃণমূলের একের পর এক মন্ত্রী, নেতা, জনপ্রতিনিধির হেফাজত থেকে লক্ষ- কোটি টাকা ও বিপুল সম্পত্তির হদিশ মিলছে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে। এর ফলেই দলের ‘ভাবমূর্তি’ নিয়ে সাধারণ মানুষও একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন।