বীরভূম জেলা সভাপতি পদে বহাল রইলেন অনুব্রত মণ্ডল। পঞ্চায়েত ভোটের আগে তাঁকে সরানোর কোনও ঝুঁকি নিল না তৃণমূল-কংগ্রেস। শুক্রবার কালীঘাটে বীরভূম জেলার সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত। তৃণমূল নেত্রী ও রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, অনুব্রত মণ্ডল সম্পর্কে কোনও কথা হয়নি শুক্রবারের বৈঠকে।
এদিন বৈঠকে ছিলেন বীরভূমের একাধিক তৃণমূল নেতা। এদিন চন্দ্রিমা জানান, বৈঠক থেকে বীরভূমের জন্য ৫ জনের কোর কমিটি গঠন করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিম, মলয় ঘটক, এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। এদিন চন্দ্রিমা আরও জানান, ওই কোর কমিটিতে পরবর্তীকালে আরও কিছু জনজাতি নেত্রীকে যুক্ত করা হতে পারে।