সিবিআই-ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির দ্বিচারিতার প্রতিবাদে শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদে নামল শাসক তৃণমূল। এদিন বিধাননগর-বেলঘড়িয়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল-প্রতিবাদ সভার আয়োজন করেন তৃণমূল কর্মীরা। উল্লেখ্য, আগেই সাংবাদিক বৈঠক করে শুক্র-শনিবার কেন্দ্রের বিরুদ্ধে রাস্তার নামার কথা জানায় তৃণমূল।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি। এই অভিযোগ তুলে শনিবার দুপুরে ডানলপ আনমোল মোড় থেকে রথতলা পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় তৃণমূল। মিছিলে নেতৃত্ব দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এদিন প্রায় কয়েক হাজার কর্মী-সমর্থক অংশ নেন এই মিছিলে। অনুব্রতর গ্রেফতারিতে বিরোধীদের উচ্ছ্বাসকে কটাক্ষ করে মদন বলেন, অনুব্রতই ঠিক ছিল। এখন তো দেখা যাচ্ছে সবাই চড়াম চড়াম করছে। আমরা ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় করেছি।
আরও পড়ুন- Anubrata Mondal: অনুব্রতর বাড়ি যেতে বাধ্য করিনি চন্দ্রনাথকে, স্পষ্ট করলেন বোলপুর হাসপাতালের সুপার
অন্যদিকে, শনিবার বিধাননগরের তৃণমূলের একটি মিছিল বের হয়। বিধাননগর কলেজ থেকে শুরু হয়ে সেই মিছিল যায় সিজিও কমপ্লেক্স পর্যন্ত। বিগত দিনে ইডি এবং সিবিআই বেশ কয়েকজন নেতা-মন্ত্রীকে গ্রেফতার করেছে। অথচ বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কোনও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এই দাবি নিয়েই মিছিলে পা মেলালেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ অন্যান্য পৌর প্রতিনিধি ও তৃণমূল কর্মী সমর্থকরা।