সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলা স্বস্তিদায়ক নয়। এমনই মনে করছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তৃণমূল নেতা শাহজাহান শেখের নাম না করলেও শতাব্দীর দাবি, এই ঘটনায় দলের কোনও দায় নেই।
বীরভূমের সংসদ শতাব্দী রায় শনিবার রামপুরহাট বনহাট গ্রাম পঞ্চায়েতের একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানই সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর ২৪ পরগনা সন্দেশখালি ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি।
আরও পড়ুন - স্বাস্থ্য পরীক্ষার জন্য ESI হাসপাতালে ধৃত শঙ্কর, ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তাঁর
অভিনেত্রী তথা শতাব্দীর কথায়, 'দল এই কাজ সমর্থন করে না। যদি ব্যক্তিগতভাবে কেউ করে এমন কাজ। সেটা তাঁর নিজের দায়িত্ব। এতে দলের কোন দায় নেই'। তবে একথাও তিনি মনে করেন, যে এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাঁর কথায় এই ঘটনা বোকামি।