এবার লালন শেখের বাড়ি গেলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়(TMC MP Satabdi roy)। রবিবার বগটুইয়ে(Bagtui Genocide) গিয়ে শতাব্দী লালনের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এদিন তিনি জানান, এই ঘটনায় ন্যায়ের দাবিতে যতদূর সম্ভব হয়, তাঁরা যাবেন। শুধু তাই নয়, গোটা ঘটনা তৃণমূল নেত্রী মমতা(Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে(Abhishek Banerjee) জানাবেন বলেও কথা দেন বীরভূমের তৃণমূল সাংসদ। উল্লেখ্য, সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের(Lalan Sheikh Bagtui) মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু নিয়ে ক্রমেই সুর চড়াচ্ছে তৃণমূল। এবার শতাব্দীর এই মন্তব্যে নয়া মাত্রা যোগ হল বলেই মত রাজনীতির কারবারিদের।
শনিবার সকালে বগটুই গ্রামে গিয়ে লালনের স্ত্রী রেশমা বিবির(Lalan Sheikh Death Case) সঙ্গে দেখা করেন সাংসদ শতাব্দী রায়। মৃতের পরিবারের অভিযোগ শুনে তাঁর প্রশ্ন, 'একজন মহিলাকে কীভাবে মারধর করা হয়?' পাশাপাশি তিনি জানান, এই ঘটনায় যতদূর সম্ভব হয়, তিনি যাবেন। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূলের থা শুনেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার(BJP on CBI) বিরুদ্ধে অভিযোগ করছে লালনের স্ত্রী রেশমা বিবি।
অন্যদিকে, রেশমা বিবি জানান, তাঁরা চান সিবিআইয়ের(CBI) হুমকি ও মারধরের বিচার হোক। রেশমার অভিযোগ, সিবিআই তাঁদের বাড়ি সিল করে দেওয়ার পরও সেখানে চুরি হয়েছে। লালনের(Lalon Sheikh Murdered) স্ত্রীর দাবি, বাড়ি থেকে সোনার গয়না এবং নগদ ৫০ হাজার টাকা চুরি গিয়েছে।