নির্বাচনের আগে মিলেমিশে কাজ করতে হবে। এমনই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও গোষ্ঠীকোন্দল বরদাস্ত করা হবে না। একই সুরে কর্মীদের বার্তা দিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ভোটে দলের বিরোধিতা করলে ছিটকে যেতে হবে বলেও বার্তা দেন তিনি।
রবিবার বীরভূমের সাঁইথিয়ায় একটি কর্মী সম্মেলন করেন তৃণমূল সাংসদ। কার্যত রণংদেহী মেজাজে ছিলেন শতাব্দী। দলের অন্দরের দ্বন্দ্বের কথা স্বীকার করে নেন তিনি। স্পষ্ট জানান, কোনও গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না।
এদিন বীরভূমের সাংসদ শতাব্দী বলেন, "ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়। তবে বাইরের লোক যখন একজন ভাইকে মারতে আসে সেই সময় অন্যজন রক্ষা করে। দ্বন্দ্ব ছিল, আছে, হয়তো থাকবে। তবে নির্বাচনে একজোট হয়ে লড়াই করতে হবে। গ্রুপবাজি করে লাভ নেই। এই সব করে যদি দলের খারাপ হয়, আপনারও খারাপ হবে।"