কয়েক কোটি টাকার দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহানের। অভিযোগ উঠেছে, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। এবার তাঁকে এই মামলাতেই ED-র তলব করার পরিপ্রেক্ষিতে নূসরত জানালেন, নোটিশ পেলে অবশ্যই সহযোগিতা করবেন তিনি।
মঙ্গলবার হিঙ্গলগঙ্গের একটি বৈঠকে যোগ দিয়েছিলেন নুসরত। বৈঠক শেষে ED-র নোটিশ দেওয়ার প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। সেপ্রসঙ্গে তিনি জানিয়েছেন, ED-র নোটিশ এসেছে কিনা তিনি জানেন না। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকলে অবশ্যই হাজিরা দেবেন।
সম্প্রতি বসিরহাটের তৃণমূল সাংসদের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণা অভিযোগ করেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। তাঁর অভিযোগ নিউটাউনে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের থেকে টাকা তুলেছেন নুসরত ও তাঁর কোম্পানি। টাকা তোলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। পাল্টা দাবি করেছিলেন, অফিস থেকে যে টাকা লোন হিসাবে নিয়েছিলেন, তা সুদ সহ ফেরত দিয়েছেন।
Read More- ফ্ল্যাট দুর্নীতির তদন্তে নুসরত জাহানকে তলব ইডির, আগামী মঙ্গলবার হাজিরার নির্দেশ
এদিকে, নুসরতের ওই কোম্পানির মালিক জানিয়েছিলেন, এই ব্যাপারে নুসরতকে কোনও লোন দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে ইডির কাছে গিয়ে সরাসরি অভিযোগ দায়ের করেছিলেন প্রতারিতরা। সেই তদন্তেই এবার ডেকে পাঠানো হল বসিরহাটের সাংসদকে। ইতিমধ্যেই এই ব্যাপারে তৃণমূল নেত্রীর সাফ কথা, নুসরতের মামলা নুসরতকেই লড়তেই হবে।