‘ক্যাশ ফর কোয়ারি’ বিতর্কে ইতিমধ্যেই মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই সংক্রান্ত রিপোর্টও পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মহুয়াকে বহিস্কারের পক্ষে ভোট দিয়েছেন ৬ জন সদস্য এবং বিপক্ষে ভোট দিয়েছেন ৪ জন। তবে এই সিদ্ধান্তে খুব একটা ঝুঁকতে রাজি নন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এই ঘটনাকে ‘ক্যাঙ্গারু কোর্টের প্রিফিক্সড ম্যাচ’ বলে ব্যঙ্গ করেন মহুয়া।
Howrah Jute Mill Fire: হাওড়া জুটমিলে বিধ্বংসী আগুন, পাশেই পেট্রলপাম্প, বিপদ বাড়ার আশঙ্কা
পাশাপাশি মহুয়ার প্রতিক্রিয়া, এখন যদি লোকসভা থেকে বহিস্কার করা হয়। পরবর্তীতে তিনি আরও বড় ম্যানডেট নিয়ে ফিরে আসবেন। পাশাপাশি ভারতীয় সংসদে গণতন্ত্রের মৃত্যু হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।
এদিকে এথিক্স কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকরের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করেন মহুয়া। তিন পাতার একটি চিঠি লিখে তাঁর অভিযোগ, বৈঠকের সময় তাঁকে মৌখিকভাবে তাঁর 'বস্ত্রহরণ' করা হয়েছে । তাঁর সঙ্গে অনৈতিক, নোংরা আচরণ করা হয় বলে অভিযোগ করেছেন সাংসদ ।