পরনে শাড়ি, পায়ে স্নিকার্স, চোখে সানগ্লাস। কখনও তিনি স্ট্রাইকার, কখনও বা গোলরক্ষক। সোমবার তাঁর এই দ্বৈত ভূমিকার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মহুয়া। এলাকার সাংসদকে একহাতে শাড়ির কুঁচি ধরে ফুটবলে ড্রিবল করতে দেখে উচ্ছ্বাসে ভাসেন নেটিজনরাও।
জানা গিয়েছে, রবিবার কৃষ্ণনগর এমপি কাপ টুর্নামেন্টের ফাইনাল ছিল। সেই ফাইনাল ম্যাচেই ফুটবল পায়ে দেখা যায় সাংসদকে। তখনই তোলা হয় ছবি দুটি। সোমবার মহুয়া নিজেই ছবি দুটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যেখানে দেখা যায়, সাংসদ মহুয়া মৈত্র একটি লাল ও কমলা রঙের শাড়ি পরে আছেন। চোখে সানগ্লাস। আর পায়ে স্পোর্টস শু। শাড়ি পরে বলকে রীতিমতো ধাওয়া করে স্পোর্টস শু পরা পায়ে তাতে কিক মারেন সাংসদ।
আরও পড়ুন- Bagda News: ৬০ টাকায় রাতারাতি ভাগ্য বদল, বাগদার সাইকেল সারাইয়ের দোকানদার জিতলেন এক কোটি
তৃণমূল সাংসদ ক্যাপশনে লিখেছেন, '২০২২ কৃষ্ণনগর এমপি কাপ টুর্নামেন্টের কিছু মজার মুহূর্ত। আর হ্যাঁ, আমি শাড়ি পরেই খেলেছি।' স্বাভাবিকভাবেই সাংসদ ছবি পোস্ট করতেই তাঁকে প্রশংসা ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, 'দারুণ, তুমি স্ট্রাইকার ও গোলকিপার দুটোই!' কেউ আবার লিখেছেন, 'তুমি সত্যিই অনেকের জন্য অনুপ্রেরণার।' সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ছবির প্রশংসা করেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও। তবে এর আগে তৃণমূলের খেলা দিবস উদযাপনেও ক্যামেরাবন্দি হয়েছিলেন ফুটবলপ্রিয় সাংসদ।