লোকসভা নির্বাচনের আগে তিনটি পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দেব। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে ইস্তফা নিয়ে চিঠি দেন তিনি।
বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয়ের সভাপতি ও ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তিনি। জেলাশাসকের কাছে এই তিনটি পদ থেকে ইস্তফা চেয়ে চিঠি পাঠান দেব।
দীর্ঘ কয়েকদিন ধরেই রাজনীতি ছাড়বেন বলছিলেন দেব। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পশ্চিম মেদিনীপুরের সাংগঠনিক বৈঠকে দেখা যায় দেবকে। তখনই অভিনেতার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন, তাঁর সঙ্গে দলের পুরনো সদস্যদের যা ঝামেলা, মিটিয়ে নিতে হবে। তখনই বোঝা যায়, ফের ঘাটাল থেকে প্রার্থী করা হতে পারে দেবকে। এরই মধ্যে তিন পদ থেকে ইস্তফা দিলেন দেব।