ইডি দফতরে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন, প্রায় সাড়ে দশটা নাগাদ কলকাতার বাড়ি থেকে বেরোন অভিষেক । সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লক্সে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর । জানা গিয়েছে, এদিন নির্দিষ্ট সময়ের কিছু পরেই ইডি দফতরে পৌঁছন অভিষেক । তার আগে, বৃহস্পতিবারই নিরাপত্তায় মুড়ে ফেলা হয় সিজিও কমপ্লেক্সকে ।
সূত্রের খবর, এদিন, অভিষেকের জমা দেওয়া নথি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সাংসদকে । উল্লেখ্য, অভিষেকের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব চেয়েছিল ইডি । সেসব নথি আগেই জমা দিয়েছেন অভিষেক । তাঁর জমা দেওয়া নথি নিয়ে এদিন বিশদে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সাংসদকে ।