চলতি সপ্তাহেই দিল্লি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ এপ্রিল তিনদিনের সফরে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে ঠিক কী কারণে তাঁর এই দিল্লি সফর, তা এখনও স্পষ্ট নয় বলেই খবর। উল্লেখ্য, রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের পর থেকেই বিজেপি-বিরোধী দলগুলি ফের কংগ্রেসের কাছে আসতে শুরু করেছে। এবার সেই আবহেই তৃণমূল সাংসদের দিল্লি যাত্রা নতুন কোনও সমীকরণ তৈরি করতে চলেছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
কিছুদিন আগেও পরিস্থিতি একেবারেই অন্যরকম ছিল। কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি-বিরোধী জোট গঠনের জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টি-বিজেডির সঙ্গে বৈঠক করেছিলেন। কিন্তু হঠাৎ করেই রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দেয়। একলা চলার ডাক দিয়েও শেষপর্যন্ত সোমবার সন্ধ্যায় কংগ্রেসের ডাকা নৈশভোজে যোগ দেয় তৃণমূল। হাজির ছিলেন প্রায় ১৮টি বিজেপি-বিরোধী দলের প্রতিনিধিরাও।
আরও পড়ুন- Parineeti Chopra: 'খবরটা সত্যি'? পাপারাৎজিদের প্রশ্নে লাজুক হাসি পরিনীতির