রাজনীতির ময়দানে রাজনীতির খেলা হবে। কিন্তু আগামী ২০ দিন কোনও রাজনীতি নয়, ফুটবল হবে। রাজনীতি হবে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে। বিশ্বকাপের আবহে শনিবার ডায়মন্ড হারবার এসডিও ময়দানে চতুর্থ এমপি কাপের উদ্বোধন করে এমনই জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
২০১৭ সালে ডায়মন্ড হারবারে প্রথম এমপি কাপ শুরু হয়। ৩ বছর পর কোভিডের জন্য ১ বছর বন্ধ ছিল। আরেকবার ছিল বিধানসভা ভোট। বর্তমানে বিশ্বকাপ চলছে। এই সময়, লাখ লাখ ফুটবলপ্রেমীদের উৎসাহকে স্বীকৃতি দিতে ফের এমপি কাপ শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল সাংসদ জানান, ডায়মন্ড হারবারের কৃষ্টি, সংস্কৃতি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি যেন মাঠের বাইরে অক্ষুণ্ণ থাকে।
আরও পড়ুন: 'কেউ কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন,' টেটের ২৪ ঘণ্টা আগে বিস্ফোরক দাবি পর্ষদ সভাপতির
শনিবার এমপি কাপের উদ্বোধনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে গোটা মাঠ ঘুরে দেখেন। পতাকা উত্তোলন, প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন লোকসভার বিধায়করা। সঙ্গীত পরিবেশন করেন হানি সিং।