TMC MLA Rukbanur: আপার প্রাইমারিতে চাকরির নামে প্রতারণা, কাঠগড়ায় তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান

Updated : Jul 22, 2022 16:25
|
Editorji News Desk

এবার ফের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ তৃণমূল বিধায়ক রুকবানুর রহমানের বিরুদ্ধে। লক্ষ লক্ষ টাকা দিয়েও মেলেনি চাকরি, এই অভিযোগ সরব হন প্রতারিতরা। বার বার জানিয়েও সুফল না মেলায় বাধ্য হয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল বিধায়ক। উল্লেখ্য, এই একই অভিযোগে এবার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। আগামী মঙ্গলবার সকাল ১১টায় হাজিরা দিতে বলা হয়েছে বিধায়ককে।

জানা গিয়েছে, ২০১১ সাল থেকে রুকবানুর চাপড়ার বিধায়ক। এলাকার বহু মানুষকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন চাপড়ার বিধায়ক। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও চাকরির দেখা নেই। অভিযোগ, ২০১৬ সালে আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে এলাকার কয়েকজনের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। বাড়ির ছেলে চাকরি করবে এই আশায় কেউ কেউ জমি বেচেও টাকা জোগাড় করেন। এরপর থেকে দীর্ঘ ছয় বছর কেটে গেলেও চাকরিও নেই, তবে টাকাও ফেরত পাওয়া যায়নি। 

আরও পড়ুন- Kalyani AIIMS: কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি কান্ডে বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ সিআইডির

অবশেষে একপ্রকার বাধ্য হয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠির মাধ্যমে অভিযোগ জানান প্রতারিতরা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি। তাঁদের দাবি, ‘এইসব কেলেঙ্কারিতে যেসকল তৃণমূল বিধায়ক এবং নেতা জড়িত রয়েছে তাদের বিধায়ক পদ খারিজ করতে হবে।’ যদিও তৃণমূলের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Rukbanur RahamanTMC MLAAllegationsAbhishek Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর