Nirmal Maji Controversy: মা সারদা নিয়ে বিতর্ক, টেলিভিশন সাক্ষাৎকারে নিজের বক্তব্যেই অনড় নির্মল মাজি

Updated : Jul 08, 2022 07:52
|
Editorji News Desk

সারদা (Sarada Devi) নিয়ে মন্তব্য করায় রাজ্যজুড়ে বিতর্কের ঝড়। সেই বিতর্কে কড়া প্রতিক্রিয়া দিয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন। এরপর টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এসে নিজের বক্তব্যে অনড় থাকলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি (Nirmal Maji)।

বৃহস্পতিবার টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এসে তিনি ফের জানান, এই শতাব্দীতে তাঁর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ই সব। মা সারদা, সিস্টার নিবেদিতা, মাদার টেরিজার সঙ্গে তুলনাও করেছেন তিনি।

কেন এই তুলনা, তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, "মা সারদা  নেতৃত্ব দিয়েছিলেন একঝাঁক তরুণ, মহাপ্রাণ, মহাজীবন মঠের শিষ্যদের। তাঁদের দিয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। আমার ঘরের দুর্গা, আমার মা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও দেখি মা সারদা, মাদার টেরিজা, সিস্টার নিবেদিতাকে।" নির্মল মাঝির দাবি, মা সারদার মতোই, বাংলার দরিদ্র মানুষ, গ্রামের গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন মমতা। সেই কারণেই তিনি সব ধর্ম-সম্প্রদায়ের মানুষের কাছে মাতৃরূপে পূজিত হন। 
 
 তাঁর কথায়, ঠিক একই ভাবে একঝাঁক কর্মযোগী, যুবক-ছাত্র-কিছু মধ্যবয়স্ক লোককে নিয়ে, বাংলার দরিদ্র মানুষ, গ্রামের গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন মমতা। আর সে কারণেই তিনি ‘সকল ধর্ম-সম্প্রদায়ের মানুষের কাছে মাতৃরূপে পূজিত হন।"

আরও পড়ুন: মা সারদা ও মমতাকে নিয়ে নির্মল মন্তব্যকে খারিজ করল রামকৃষ্ণ মঠ ও মিশন

কেন তিনি একথা বলেছেন, তার ব্যাখ্যাও করেছেন টিভি চ্যানেলের সাক্ষাৎকারে। নির্মল মাজির দাবি, তাঁকে দক্ষিণের এক আধ্যাত্মিক পুরুষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছেন মা সারদা। কে সেই আধ্যাত্মিক পুরুষ, তা যদিও ভেঙে বলেননি তিনি। তৃণমূল বিধায়ক জানান, "একজন আধ্যাত্মিক পুরুষ আমাকে এই কথা বলেছেন। আমি তাঁকে বিশ্বাস করি। এটা গল্প নয়, অনুভূতি। আমি তো মা সারদাকে দেখিনি। আর মঠের যিনি বলছেন, তিনিও দেখেননি।" 

TMC MLASarada DeviNirmal Majhi

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর