পৌষ সংক্রান্তির দিনে মেদিনীপুর শহরে উদ্বোধন হল নতুন ভাবে সংস্কার করা রাম মন্দির। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ওই মন্দিরের সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। এবং উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেস বিধায়ক জুন মালিয়া। কংসাবতী নদীর তীরে গান্ধিঘাটে রয়েছে মন্দিরটি। এদিকে মন্দির উদ্বোধনের পাশাপাশি বিশেষ আরতিরও ব্যবস্থা রাখা হয়েছে। বেনারস থেকে পুরোহিতরা গিয়ে ওই আরতি আরম্ভ করবেন।
BJP-র কটাক্ষ
এদিকে এই মন্দিরের উদ্বোধন ঘিরে শুরু হয়ে রাজনৈতিক চাপানউতোর। BJP সাংসদ দিলীপ ঘোষ এবিষয়ে কটাক্ষ করেছেন। তিনি জানিয়েছেন, অযোধ্যার রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠান বয়কট করলেও মেদিনীপুরে মন্দির উদ্বোধন করছেন। রাজ্যের শাসক দল পুরোটাই রাজনীতি করছে বলে মন্তব্য তাঁর।
Read More- পাটিসাপটা থেকে দুধ পুলি , এক অর্ডারেই বাড়ি পৌঁছে দিচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা
তৃণমূল কংগ্রেসের জবাব
এবিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ওই জায়গায় আগেই মন্দির ছিল। শুধুমাত্র সংস্কারের কাজ হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে শাসক দলের বিধায়ক জুন মালিয়া।