“পুকুরে ফোন ফেলে দিলেন কেন?” সোমবার নিজাম প্যালেসে নামতেই এই প্রশ্নবাণের মুখে তৃণমূল বিধায়ক জীবন সাহা। উল্লেখ্য, প্রায় ৬৪ ঘণ্টার নাটকের পর এদিন ভোরে গ্রেফতার হন বড়ঞার বিধায়ক।
সিবিআই সূত্রে খবর, জীবনকে জিজ্ঞাসাবাদের সময় শুক্রবার আচমকা অসুস্থতার কথা বলে শৌচালয়ে যেতে চান তৃণমূল বিধায়ক। কিন্তু সেইসময় চালাকি করে নিজের মোবাইল দু’টি বাড়ির পিছনের পুকুরে ফেলে দেন বলে অভিযোগ। এছাড়া দু’টি পেনড্রাইভ এবং একটি হার্ডডিস্কও তিনি জলে ফেলে দেন বলে দাবি সিবিআইয়ের। তারপর প্রায় ৩২ ঘণ্টা তল্লাশির পর একটি মোবাইল ফোন উদ্ধার হয়। পুকুরের সমস্ত জল ছেঁচে ফেলে মেলে ওই মোবাইল ফোনটি। তবে এখনও আরেকটি ফোন হাতে পাননি কেন্দ্রীয় তদন্তকারীরা।