বেআইনি অফিসে বসে কাজকর্ম চালাতেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা? এমনই প্রশ্ন উঠেছিল কয়েকদিন আগেই। কারণ, সম্প্রতি মুর্শিদাবাদে বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়। তারমধ্যে ছিল জীবনকৃষ্ণ সাহার একটি কার্যালয়ও। বৃহস্পতিবার এই প্রশ্ন করা হয়েছিল গ্রেফতার হওয়া ওই বিধায়ককে। জীবনবাবুর স্পষ্ট জবাব, "ওটা আমার অফিস নয়।" পাল্টা প্রশ্ন তাঁর, "কে বলল ওটা আমার অফিস?" যদিও এরপর আর কোনও কথা বলেলনি তিনি।
কয়েকদিন আগেই বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদে। এরপর হাইকোর্টের নির্দেশে ওই নির্মাণ সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছিল। কিন্তু বিতর্ক দানা বেঁধেছিল সেখানে থাকা একটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙা নিয়ে। অভিযোগ ওঠে, বেআইনি নির্মাণেই চলছিল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়।