প্রয়াত রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা। সাগরদিঘির তিনবারের বিধায়ক ছিলেন তিনি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৯ বছর।
হৃদরোগে আক্রান্ত ছিলেন সুব্রত সাহা। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করানো হয় তাঁকে। বেলা ১১টা নাগাদ প্রয়াত হন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে না থাকলে খাওয়া বন্ধ হয়ে যাবে' অরিজিৎ-প্রসঙ্গে শাসকদলকে তোপ দিলীপের
তাঁর মৃত্যুতে শোকের ছায়া জেলার রাজনৈতিক মহলে। এক সময় কংগ্রেসে ছিলেন তিনি। পরে তৃণমূলে যোগ দেন। রাজ্যের পূর্ত দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী শোকবার্তায় জানান, তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। তাঁর পরিবার-পরিজনকেও আন্তরিক সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।