পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশনে মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব আনতে পারে তৃণমূল পরিষদীয় দল। তবে এখনই দলের তরফে স্পষ্ট করে এবিষয়ে জানানো হয়নি। দলের অন্দরে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে বলে খবর।
মণিপুর কাণ্ডে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল মণিপুরে গিয়েছিল। সূত্রের খবর, তারপরেই এই বিষয়টি নিয়ে বিধানসভার বাদল অধিবেশনে নিন্দা প্রস্তাব আনার পরিকল্পনা এনেছে।
Read More- বাঁশঝাড়ে উদ্ধার কাটা মাথা, ফের মণিপুরে হাড়হিম করা দৃশ্য
যদিও এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজ্য বিধানসভার স্পিকারকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, বিজনেস অ্য়াডভাইসরি কমিটিতে আলোচনা হওয়ার পরেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও একই বিষয় জানিয়েছেন।