প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পদ খারিজের আর্জি জানিয়ে মামলা করবে তৃণমূল । এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচি শেষ হওয়ার পরই আলোচনায় বসবে তৃণমূলের আইনজীবী সেল । এমনই জানালেন দলের আইনজীবী সেলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় । উল্লেখ্য, বুধবারই শহিদ মিনারের মঞ্চ থেকে আইনজীবী সেলকে অভিষেক নির্দেশ দিয়েছিলেন, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে সুরত আদালতের রায়কে হাতিয়ার করে নরেন্দ্র মোদী ও শুভেন্দুর পদ খারিজের বিষয়ে উদ্যোগী হতে হবে । জানা গিয়েছে, অভিষেকের সেই নির্দেশ কার্যকর করতে এদিন আলোচনায় বসছেন তাঁরা ।
তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যেই সুরত আদালতের রায়ের কপি হাতে পেয়েছেন দলের আইনজীবী সেলের নেতারা। বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, সুরত আদালতের রায়ের প্রতিলিপি পর্যালোচনা করা হবে । এছাড়াও এফআইআর, মামলা দায়ের করার মতো বিষয়গুলি রয়েছে । সব ধাপে ধাপে করতে হবে । এদিনের বৈঠকের পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানাবেন তাঁরা ।