প্রায় ৪০ ঘন্টা ধরে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এর মধ্যেই এলাকার চার তৃণমূল নেতাকে দেখা গেল বিধায়কের বাড়িতে যেতে।
সূত্রের খবর, পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলম, ব়়ড়ঞা ব্লক তৃণমূল সভাপতি রবীন কুমার ঘোষ, বড়ঞার তৃণমূলের যুব সভাপতি শামসের দেওয়ান, এবং মুর্শিদাবাদ জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক জানে আলমকে রবিবার দুপুরে বিধায়কের বাড়ির নীল রঙের গেট দিয়ে উঁকি ঝুঁকি দিতে দেখা গিয়েছে। যদিও বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সিবিআইয়ের অনুমতি নিয়ে জীবন কৃষ্ণের বাড়িতে প্রবেশ করেন তাঁরা।
সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়কের জড়িত থাকা প্রসঙ্গে বহু তথ্য পাওয়া গিয়েছে। তার উপর ভিত্তি করে এই চার তৃণমূল নেতারকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে। যদিও ওই তৃণমূল নেতাদের দাবি বিধায়ক তাঁদের কিছু বলতে চান। সেই কারণেই তাঁরা দেখা করতে এসেছেন।