লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন অথচ তৃণমূলকে ভোট দেননি এমন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে নাম কেটে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি। ঘটনাটি ঘটেছে দিনহাটা দিনহাটা ২ ব্লকে। অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম দীপক কুমার ভট্টাচার্য। এদিকে এই বক্তব্যের জেরে কোচবিহার জেলার রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।
দিনহাটা ২ নম্বর ব্লকে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল। সেখানেই বক্তব্য রাখছিলেন দীপক কুমার ভট্টাচার্য। তখনই নাম কেটে দেওয়ার একপ্রকার হুঁশিয়ারি দেন।
কী বলেছেন তৃণমূল নেতা?
ওই সভায় তিনি বলেছেন, "যাঁরা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোটটা না দিয়ে BJP-কে ভোট দিয়েছে সেখানে অন্তত কিছু লক্ষ্মীর ভাণ্ডার আমাদের কেটে দেওয়া দরকার। ওদের জানানো দরকার আছে যে ওই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে। এই টাকাটা নরেন্দ্র মোদীর টাকা নয়।"