'দিদির সুরক্ষাকবচ'(Didir Suraksha Kabach) নিয়ে রাস্তায় নামতেই বিক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে। এবার জল সমস্যা নিয়ে বাঁকুড়ায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়(TMC Leader Sayantika Banerjee)। সঙ্গে ছিলেন তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। নারী-পুরুষ নির্বিশেষে গ্রামের মানুষ তাঁদের ঘিরে ধরে বিক্ষোভে দেখান। শুক্রবার বাঁকুড়া দু'নম্বর ব্লকের জুনবেদিয়া গ্রামের এই ঘটনায় কিছুটা হকচকিয়ে যান বিধায়ক অরূপ চক্রবর্তীও(TMC MLA Arup Chakraborty)।
এদিন 'দিদির সুরক্ষকবচ' প্রচার কর্মসূচি নিয়ে বাঁকুড়ার তালড্যাংরা বিধানসভার(Taldangra Assembly) জুনবেদিয়া গ্রামে যান তাঁরা। তৃণমূল নেতৃত্ব এলাকায় ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। জল সমস্যার কথা তুলে ভোট বয়কটের(Vote Boycott) ডাক দেন তাঁরা। যদিও এদিন জল সমস্যার জন্য ভূমির ঢালকে দায়ী করেন সায়ন্তিকা(Sayantika Banerjee)।
আরও পড়ুন- Satabdi Roy: বীরভূমের গ্রামে বিক্ষোভ, গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা শুনলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়
অন্যদিকে, শুক্রবার রামপুরহাটের(Rampurhat Agitation) মাড়গ্রামে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বীরভূমের তৃণমূল সাংসদ(TMC MP Satabdi Roy)। গ্রামবাসীদের দাবি, এলাকার মেলেরডাঙা থেকে রামপুরহাটের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। বার বার বলেও কোনও লাভ হয়নি। তাই তৃণমূল সাংসদ গ্রামে ঢুকতেই তাঁকে ঘিরে ধরেন স্থানীয়রা। কেন বলার পরেও কাজ হয়নি, তা জানতে চেয়ে বিক্ষোভ দেখান তাঁরা।