ধর্ষণের বিরুদ্ধে, নারী নিরাপত্তার দাবিতে প্রতিবাদ চলছে রাজ্যজুড়ে । অথচ, সোশ্যাল মিডিয়ায় একের পর এক কুরুচিকর মন্তব্যেরই শিকার হচ্ছেন নারীরা । ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ । দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল । এবার তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদারকে নিয়ে কুরুচিকর পোস্ট । তাঁকেও ধর্ষণের হুমকির দেওয়া হয়েছে বলে অভিযোগ । রাজন্যার দাবি, একজন মহিলাই ওই পোস্টটি করেছেন । তৃণমূল যুব নেত্রীর প্রশ্ন, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কী করে একজন মহিলা আরেক মহিলার প্রতি অশালীন মন্তব্য করছেন । বৃহস্পতিবার রাতেই এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ।
রাজন্যা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্টটি দেখে লালবাজারে যোগাযোগ করেন । এরপরই থানায় অভিযোগ দায়েরে পরামর্শ দেয় পুলিশ । রাজন্যার দাবি, পোস্টটি যিনি করেছেন, তিনিও একজন মহিলা । বিজেপি সমর্থক । রাজন্যার আরও দাবি, শুধু তাঁর সম্পর্কেই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও কুরুচিকর পোস্ট করা হয়েছে ।
তৃণমূল যুব নেত্রী বলেন, 'ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আর একজন মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। রাম-বাম সেম-সেম! ওই পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কুরুচিকর আক্রমণ করা হয়েছে। যারা মেয়েদের রাত দখলের জন্য ডাক দিচ্ছেন, একটা অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈকিক রূপ দেওয়ার চেষ্টা করছেন, তারাই একজন মহিলাকে ধর্ষণের হুমকি দিচ্ছেন, এটা আন্দোলন হতে পারে না। '
রাজন্যার প্রশ্ন, তাঁর অপরাধ কি এটাই যে তিনি তৃণমূল কংগ্রেস করেন ? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ কী ? ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করেছেন যে, তার ফাঁসি চাওয়া অপরাধ ? এগুলো ঘৃণ্য মানসিকতা ছাড়া আর কিছুই নয় । রাজন্যা জানিয়েছেন, বারুইপুর পুলিশ জেলার অধীন সাইবার ক্রাইম থানায় এই ঘটনার তদন্ত হবে । বিষয়টি তৎপরতার সঙ্গে দেখছে পুলিশ