কেন্দ্রের বকেয়া টাকা আদায়ের জন্য লড়াই করতে হবে । তাই বিজেপি নেতারা বাড়ি এলে, তাঁদের বেঁধে রেখে টাকা চাওয়ার 'নিদান' দিলেন কোচবিহারের তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । তুফানগঞ্জের একটি জনসভায় তাঁর মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে । মন্ত্রীকে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি বিজেপিও ।
এদিন কোচবিহারের মঞ্চে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন,'বিজেপির লোক বাড়ি বাড়ি এলে ওদের ঘিরে ধরুন। বলুন, আগে টাকা দাও, তার পর ভোটের কথা। নইলে বেঁধে রাখুন। বেঁধে রেখে টাকা চান।' প্রাক্তন মন্ত্রীর আরও দাবি, 'বিজেপি সমাজের বিষ, এদের সমাজচ্যুত করতে হবে ।' তাঁর মন্তব্যের পরই বিজেপির তরফেও এসেছে কড়া প্রতিক্রিয়া । জেলা বিজেপির পালটা দাবি, তৃণমূল নেতাদের সামনে পেলে গাছে বেঁধে পেটাবে জনতা।
তুফানগঞ্জের সভা থেকে এদিন ইন্ডিয়া জোটের কথাও তুলে ধরেন রবীন্দ্রনাথ ঘোষ । তাঁর দাবি, বিজেপি মুক্ত ভারত গড়তে পারবে এই বিরোধী জোটই । ইন্ডিয়া জোটে সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ।
সামনের বছরই লোকসভা নির্বাচন । ভোটকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলই ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে । রাজ্য বিজেপির সংগঠন স্তরে বেশ কিছু বদল আনা হয়েছে । অন্যদিকে, পিছনে নেই রাজ্যের শাসকদল তৃণমূলও । ভোটের আগে প্রায়ই গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠছে তৃণমূলের অন্দরে । কিন্তু, দলের মধ্যে এই ঝগড়া কোনওভাবেই যে দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করবেন না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ।