ফের বিতর্কিত মন্তব্য করার অভিযোগ বীরভূমের এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা ভোট চাইতে এলে তাদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন বোলপুর শ্রীনিকেতন ব্লকের তৃণমূল নেতা বাবু দাস। বীরভূমের রূপপুর গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হয়ে তিনি ওই বিতর্কিত মন্তব্য করেন।
ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাবু দাস বলেন, "কয়েকমাস পরেই লোকসভা নির্বাচন। সেসময় বিজেপি, কংগ্রেস এবং সিপিআই এম আসবে ভোট চাইতে। আমি বুথ স্তরের সব কর্মীদের বলছি এই এলাকায় যদি বিজেপি নেতারা ভোট চাইতে আসেন তাহলে তাঁদের গাছে বেঁধে রাখবেন। জিজ্ঞাসা করবেন আমার ১০০ দিনের টাকা কোথায়।" তিনি অভিযোগ করেন, বাংলাকে ভাতে মারার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী।
Read More- মুর্শিদাবাদে ভোররাতে ব্যবসায়ীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক
যদিও নিজের ওই বক্তব্যকে হুমকি বলে মানতে নারাজ ওই তৃণমূল কংগ্রেস নেতা। TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গকে ভাতে মারার চেষ্টা করছে মোদী সরকার। সেকারণে কেন ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার তা বিজেপি নেতা ও কর্মীদের জিজ্ঞাসা করার জন্য বলেছেন তিনি।