প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে টাকা পৌঁছে দিতেন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। মঙ্গলবার ফের ব্যাঙ্কশাল আদালতে এমনটাই দাবি ইডির। এদিন পার্থের জামিনের আবেদনের শুনানিতে ইডির এই দাবি ঘিরে চাঞ্চল্য শুরু হয়। মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আরও দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ১০ লক্ষ টাকা দিয়েছেন কুন্তল ঘোষ। যদিও এই কেন্দ্রীয় সংস্থার সব দাবিই উড়িয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।
মঙ্গলবার পার্থকাণ্ডে উঠে আসে বিদ্যাসাগরের প্রসঙ্গও। আদালতে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর জন্মেছিলেন বিদ্যাসাগর। অন্য তারিখটি ১৯৫২ সালের ৬ অক্টোবর। ওইদিন জন্মেছিলেন 'কুখ্যাত' পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, একজন শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে নিয়ে গিয়েছেন। অন্যজন ১০০ বছর পিছিয়ে দিয়েছেন।
আরও পড়ুন- Gold-Silver Price Today : প্রেমদিবসে 'সোনা'-য় স্বস্তি, ৪০০ টাকা বাড়ল রুপোর দাম
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গত বছরের ২২ জুলাই গ্রেফতার করা হয়েছিল পার্থকে। তার পর থেকে জেলবন্দি রয়েছেন তিনি। চলতি বছরের ২১ জানুয়ারি গ্রেফতার হন বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাঁকে জেরা করে টাকা লেনদেন সম্পর্কে বহু তথ্য মেলে বলেও দাবি করে ইডি। সেখানেই পার্থকে টাকা দেওয়া প্রসঙ্গে মুখ খোলেন কুন্তল। এমনটাই দাবি ইডির।