দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন উত্তর ২৪নপরগনার অশোকনগরের এক তৃণমূল নেতা। নিহতের নাম বিজন দাস। তিনি উত্তর ২৪ পরগনার অশোকনগরের গুমা ১ পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। বিজনবাবু আগে এই পঞ্চায়েতের প্রধানও ছিলেন। একাকায় প্রভাবশালী নেতা হিসাবেই তিনি পরিচিত।
রবিবার রাতে স্থানীয় এক তৃণমূলকর্মীর বাড়িতে গিয়েছিলেন বিজন। সেখানে উপস্থিত ছিলেন গৌতম দাস নামে এক জমি ব্যবসায়ী। দুজনের বচসা হয়। পুলিশ সূত্রে খবর, এরপরই এক দুষ্কৃতি পর পর দু’টি গুলি করা হয় বলে অভিযোগ। বিজনের কানে এবং মাথায় গুলি লাগে।
WPL: গুজরাটকে উড়িয়ে দিয়ে লিগ শীর্ষে মুম্বই, ছয় মেরে ম্যাচ জেতালেন হরমনপ্রীত
বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বিজনকে মৃত বলে ঘোষণা করেন। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার রাতেই
হাসপাতালে আসেন। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।