অনুব্রত মন্ডলকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। সোমবার সাফ জানিয়ে দিলেন এসএসকেএম কর্তৃপক্ষ। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের চেক আপের পর মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা জানান তাঁর আর হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। চিকিৎসক সরোজ মন্ডল জানান, বীরভূম জেলা সভাপতিকে ভর্তি করানোর প্রয়োজন নেই। ক্রনিক প্রবলেম থাকলেও ভর্তির প্রয়োজন নেই। সব রিপোর্ট দেওয়া আছে বলেও জানান ওই চিকিৎসক। তবে তৃণমূল নেতার স্ট্রেস নেই বলেও জানান তিনি।
সোমবার বেলা ১১টার কিছুটা পর, চিনার পার্কের ফ্ল্যাট থেকে বের হন অনুব্রত। ১২.২৫ মিনিটে তাঁর কনভয় ঢুকল এসএসকেএম হাসপাতালে। আগে থেকেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল হাসপাতাল চত্বর। তাঁর জন্য প্রস্তুত রাখা হয়েছিল উডবার্ন ওয়ার্ডের ২১৬ নম্বর ঘরটি। জেনারেল সার্জন দীপ্তেন্দ্র সরকার, কার্ডিওলজিস্ট সরোজ মন্ডল, মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ, চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ সোমনাথ কুন্ডুর নেতৃত্বে প্রস্তুত ছিল মেডিক্যাল বোর্ড। সাত চিকিৎসকের মেডিক্যাল বোর্ড অনুব্রতর পরীক্ষা করেন।
যদিও রাজনৈতিক সমালোচকদের মতে, এ যেন উলটপুরাণ। কারণ সপ্তাহ দুয়েক আগেও পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যুতে প্রশ্নের মুখে পড়েছিল এসএসকেএমের মেডিক্যাল বোর্ডের সদস্যরা। সেক্ষেত্রে যে রিপোর্ট দেওয়া হয়, তা যাচাই করে কলকাতা হাইকোর্ট। এরপর ভুবনেশ্বরের ইএসআই হাসপাতালে নস্যাৎ হয়ে যায় এসএসকেএমের দেওয়া পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল রিপোর্ট। কিন্তু অনুব্রতর ক্ষেত্রে আগেই এসএসকেএম জানিয়ে দেয়, ‘হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।’ বিশ্লেষকদের কথায়, সেক্ষেত্রে অনুব্রতর ওপর সিবিআই-এর চাপ আরও বাড়ল।