মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান বিভ্রাটের ঘটনায় কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বিক্ষোভ দেখাল তৃণমূল। নেতৃত্ব দিলেন দমদমের সাংসদ সৌগত রায় (Sougato Roy)।
গত ৪ মার্চ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসী থেকে ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে বিভ্রাট ঘটে। তারই প্রতিবাদে বিমানবন্দরের তৃণমূল সমর্থিত ইউনিয়নে পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় বিমানবন্দরের ডিরেক্টরের অফিসের সামনে। তৃণমূলের (TMC) বক্তব্য কেন্দ্রীয় সরকারের কারসাজি আছে এই ঘটনার পিছনে।
আরও পড়ুন:
সৌগত রায় বলেন, যে ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা আশঙ্কাজনক। কেন্দ্রীয় সরকারকে এর দায় নিতে হবে।