প্রেমের সম্পর্কের জের। তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, তাঁর স্বামী এবং বড় মেয়েকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তিন আততায়ীর বিরুদ্ধে। এই ঘটনায় জখম হয়েছেন মৃত ওই পঞ্চায়েত সদস্যার ছোট মেয়েও। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি পশ্চিমপাড়ায়।
পুলিশের প্রাথমিক অনুমান, পঞ্চায়েত সদস্যার ছোট মেয়ে ইতি বর্মণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক যুবকের। সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই হত্যাকাণ্ড।
এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত তিন জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে এক জনের নাম বিভূতিভূষণ রায়। পুলিশ সূত্রে খবর, তাঁর সঙ্গেই পঞ্চায়েত সদস্যার ছোট মেয়ের সম্পর্ক ছিল।
স্থানীয় সূত্রে খবর, ভোর রাতে চিৎকার শুনে নীলিমা বর্মণ নামে তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে ছুটে যান পড়শিরা। দেখেন, নীলিমা, তাঁর স্বামী বিমলকুমার বর্মণ (৬৮) এবং তাঁদের বড় মেয়ে রুনা বর্মণ (২৪) রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন।
আহতদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে নীলিমা ও তাঁর স্বামীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বড় মেয়েকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁরও মৃত্যু হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ছোট মেয়ে।