সুপারি কিলার দিয়ে তাঁকে খুনের চক্রান্তের অভিযোগ তুললেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। রবিবার বিকালে ভাঙড়ের একটি জনসভা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। ওই সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তুষার ঘোষ সহ একাধিক বাম ও ISF নেতৃত্ব।
খুনের চক্রান্তের প্রসঙ্গে নওশাদের বক্তব্য, তাঁর সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠছে না তৃণমূল কংগ্রেস। আর সেকারণে তাঁকে খুনের চক্রান্ত করছে শাসক দলের নেতারা।
নওশাদ সিদ্দিকি বলেন, “তৃণমূল কংগ্রেস আমার সঙ্গে রাজনৈতিক ভাবে কোনওভাবেই পেরে উঠছে না। তাই অনৈতিক পথ অবলম্বন করেছে। সুপারি কিলার দিয়ে আমাকে খুনের চেষ্টা চলছে। তবে দিনের শেষে গণতন্ত্রের জয় হবে। সংবিধানের জয় হবে।”