পুরসভা নির্বাচনের (Municipal Election) ফলপ্রকাশের দিন সকাল থেকেই একতরফা দাপট তৃণমূলের। রাজ্যের অধিকাংশ পুরসভায় বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল (TMC)।বিরোধীদের দুর্গ হিসাবে পরিচিত বিভিন্ন এলাকাতেও চলছে তৃণমূল ঝড়। ব্যতিক্রম নয় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি (Contai) পুরসভা। অধিকারী পরিবারের কয়েক দশকের দুর্গ হিসাবে পরিচিত এই পুরসভাতেও এগিয়ে রয়েছে তৃণমূল।
আরও পড়ুন: Municipal Election 2022: পুরভোটের গণনা শুরু, বিনা ভোটেই চার পুরসভা তৃণমূলের, এগিয়ে আরও ১৩টিতে
কাঁথি পুরসভার মোট ওয়ার্ড ২১টি। শেষ খবর পাওয়া পর্যন্ত এর মধ্যে ৭টি ওয়ার্ডে এগিয়ে রয়েছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। একটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সঙ্গে জোর টক্কর দিচ্ছেন নির্দল প্রার্থী। কিন্তু কোনো ওয়ার্ডেই এগিয়ে নেই বিজেপি।
নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) খাসতালুক কাঁথি। তৃণমূলের ঝড় সামলে তিনি দুর্গরক্ষা করতে পারেন কি না সেদিকে নজর ছিল গোটা রাজ্যের।
কাঁথি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্রকাশ গিরি। তাঁর কটাক্ষ, "শুভদিনে শুভেন্দু অধিকারীর নাম নেওয়া উচিত হবে না। বেইমানদের যোগ্য জবাব দিয়েছে মানুষ।"