Opposition Alliance : লোকসভা নির্বাচনের জন্য আসন রফা সেরে নেওয়া হোক দ্রুত, কংগ্রেসকে প্রস্তাব তৃণমূলের

Updated : Oct 09, 2023 10:31
|
Editorji News Desk

লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধ হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। একাধিকবার বৈঠকও হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত নির্বাচনে লড়ার জন্য বিরোধী জোটের মধ্যে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়নি। তবে সূত্রের খবর, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কংগ্রেসের কাছে এই বিষয়টি চূড়ান্ত করা নিয়ে বার্তা দেওয়া হয়েছে। তবে শুধু তৃণমূলই নয়, এখনই আসন বণ্টনের বিষয়টি মিটিয়ে নিতে চাইছে জেডিইউ, আর জে ডি এবং আপও। 

আনন্দবাজারে প্রকাশিত একটি খবর অনুযায়ী, যে রাজ্যে আসন সমঝোতা নিয়ে খুব একটা জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা নেই সেই রাজ্যগুলিতে আসন রফার বিষয়টি চূড়ান্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের তরফে বার্তা দেওয়া হয়েছে কংগ্রেসকে। সেক্ষেত্রে প্রায় ৩০০টি আসন সমঝোতা সম্ভব হবে। এবং পরবর্তীতে ধাপে ধাপে বাকি আসনগুলির ক্ষেত্রেও রফা করে নেওয়া হবে। 

Read More- দুর্ঘটনায় মৃত ব্যক্তির দেহ খালে ফেলে দিল পুলিশ ! বিহারের ভিডিও দেখলে শিউরে উঠবেন

গত মাসে কেন্দ্রের বিরোধী রাজনৈতিক জোট মঞ্চ ইন্ডিয়ার বৈঠক হয়। সেখানে স্থির হয়েছিল সেপ্টেম্বরের মধ্যেই আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে। কিন্তু সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবরের মাঝামাঝি হয়ে গেলেও এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি বিরোধীরা। 

এক্ষেত্রে পশ্চিমবঙ্গে কী হতে পারে? 

সিপিএম এবং কংগ্রেস বিরোধী জোট মঞ্চে থাকলেও এরাজ্যে সবথেকে শক্তিশালী দল হিসেবে রয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে বাংলায় আসন সমঝোতার দায়িত্ব তৃণমূলের উপরেই বর্তাচ্ছে। এর আগে একাধিকবার সংবাদমাধ্যমের সঙ্গে কথাবার্তায় তৃণমূলের তরফে জানানো হয়েছিল, সর্বোচ্চ দুটি আসন ছাড়া হতে পারে বিরোধীদের। যদিও এত সহজে চিড়ে ভিজবে বলে মনে করছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

TMC

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর