পঞ্চায়েত নির্বাচনের জন্য় মনোনয়ন জমা নেওয়া শুরু হলেও প্রথমদিনে বীরভূমে খাতাই খুলতে পারল না তৃণমূল কংগ্রেস। সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার অনুব্রত গড়ে গ্রাম পঞ্চায়েত আসনে মোট ১২১টি মনোনয়ন জমা পড়েছে। তারমধ্যে ১১২টি মনোনয়ন জমা করেছে বিজেপি, সিপিএম ৩টি এবং ৬টি নির্দল প্রার্থীও মনোনয়ন জমা করেছে। একই চিত্র পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আসনে। সেখানেও বিজেপির তরফে মনোনয়ন জমা দেওয়া হলেও তৃণমূলের তরফে একটিও মনোনয়ন জমা পড়েনি।
যদিও শাসক দলের অন্দরের মত, নবজোয়ার কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত কোনও জেলাতেই সেভাবে তৃণমূলের তরফে মনোনয়ন জমা পড়বে না। তাই বীরভূম নিয়ে আলাদা করে তাৎপর্য খোঁজা অর্থহীন।
এদিকে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও তিহার জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। বিগত নির্বাচনগুলিতে নিজের হাতে ভোটের দায়িত্ব পালন করলেও এবার কিছুটা পরিস্থিতি কিছুটা ব্যতিক্রম বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার পর একপ্রকার নিজের হাতে বীরভূমের দায়িত্ব তুলে নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠীকোন্দল বন্ধ করতে কালীঘাটে নিজের বাড়িতে ডেকে নিয়েছিলেন বীরভূমের জেলা নেতৃত্বকে।